Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Agunpakhi

৳270

ইচ্ছে করেই সময় নিয়েছি বইটি পড়তে। পড়লেই তো শেষ হয়ে যাবে। ফুরিয়ে যাবে হৃদয় শীতল করা অপার্থিব অনুভূতি। তবু আজ শেষ হয়ে গেল। শেষ করতে হলো। এখন মনে হচ্ছে, আরও আগে কেনো শেষ করলাম না! তাহলে তো এই স্বর্গীয় সুখটা আমি আরও আগেই অনুভব করতাম! খুব কাছের মানুষ, যাকে আমরা আমাদের এক অখণ্ড হৃদয়ও বলি। ধরুন, এমন একটি মানুষ হারিয়ে গেলো। তাকে আর ফিরে পাবার সামান্য আশাও বাকি নেই। কিংবা একজন মায়ের নাড়িছেঁড়া সবার ছোট সন্তানটা একদিন হুট করে কাউকে কিছু না বলে নিখোঁজ হয়ে গেলো। সেই থেকে মায়ের নাওয়া নেই, খাওয়া নেই। নির্ঘুম রাত জেগে জেগে চোখ হয়ে গেছে কটকটে লাল। তাকাতেও ভয় করে এমন চোখের দিকে। অনেক অনেক বছর পর যদি এই মা তার হারানো মানিক ফিরে পায়, কিংবা আপনার প্রিয় মানুষটা আপনার কাছে ফিরে আসে, তখন আপনার অনুভুতিটা কেমন হবে? এই মায়ের হাহাকার করা হৃদয়ের তখনকার প্রশান্তি কোনো খ্যাতনামা সাহিত্যিক কি প্রকাশ করতে পারবে? শব্দরা কি দায়িত্ব নিতে পারবে এই অফুরন্ত বেহেস্তী সুখানুভূতির বর্ণনা দিতে? আগুন পাখি পড়ে আমার অনুভূতি ঠিক এমনই। এই অনুভূতির বিবরণ আমি দিতে পারব না। এই ভালো লাগা অনুভব করা যায়, প্রকাশ করা যায় না। আগুনপাখি আমাকে অনেক কিছু ভাবিয়েছে। সবচেয়ে বেশি ভাবিয়েছে শেষের কথাগুলো। আগুন পাখির ভাষাতেই কথাগুলো তুলে ধরছি, “সত্যি বলছি বাবা, আমি কেনে তোমাদের সাথে দেশান্তরী হব এই কথাটি আমাকে কেউ বুঝুইতে পারে নাই। পেথম কথা হচে, তোমাদের যি আলেদা একটো দ্যাশ হয়েছে তা আমি মানতে পারি না। একই দ্যাশ, একইরকম মানুষ, একইরকম কথা, শুদু ধম্ম আলেদা সেই লেগে একটি দ্যাশ হয়ে গেল, ই কি কুনোদিন হয়? এক লাগোয়া মাটি, ইদিকে একটি আমগাছ একটি তালগাছ, তারা দুটো আলেদা দ্যাশের হয়ে গেল? কই, ঐখানটোয় তো আকাশ দুইরকম লয়। শুদু ধম্মোর কথা বোলো না বাবা, তাইলে পিথিমির কুনো দ্যাশেই মানুশ বাস করতে পারবে না। আমি কি ঠিক করলম? আমি কি ঠিক বোঝলম? সোয়ামির কথা শোনলাম না, ছেলের কথা শোনলাম না, মেয়ের কথা শোনলাম না। ই সবই কি বিত্তি-বাইরে হয়ে গেল না? মানুষ কিছুর লেগে কিছু ছাড়ে, কিছু একটা পাবার লেগে কিছু একটা ছেড়ে দেয়। আমি কিসের লেগে কী ছাড়লম? অনেক ভাবলম। শ্যাষে একটি কথা মনে হলো, আমি আমাকে পাবার লেগেই এতকিছু ছেড়েছি। আমি জেদ করি নাই, কারুর কথার অবাধ্য হই নাই। আমি সবকিছু শুদু নিজে বুঝে নিতে চেয়েছি। আমাকে কেউ বোঝাইতে পারলে না ক্যানে আলেদা একটো দ্যাশ হয়েছে গোঁজামিল দিয়ে যিখানে শুদু মোসলমানরা থাকবে কিন্তুক হিদু কেরেস্তানও আবার থাকতে পারবে। তাইলে আলেদা কিসের? আমাকে কেউ বোঝাইতে পারলে না যি সেই দ্যাশটো আমি মোসলমান বলেই আমার দ্যাশ আর দ্যাশটি আমার লয়। আমাকে আরও বোঝাইতে পারলে না যি ছেলেমেয়ে আর জায়গা গেয়েছে বলে আমাকেও সিখানে যেতে হবে। আমার সোয়ামি গেলে আমি আর কি করব? আমি আর আমার সোয়ামি তো আক্টি মানুষ লয়। আলেদা মানুষ। খুবই আপন মানুষ্, জানের মানুষ, কিন্তুক আলেদা মানুষ”। নিজ দেশ, নিজ ভিটের প্রতি একটা মানুষের কতটা মায়া হলে স্বামী, ছেলেমেয়ে, নায়নাতি সব্বাইকে ছেড়ে একলা একা মা মাটি আঁকড়ে ধরে পড়ে থাকতে পারে আগুন পাখি পড়লে বিষয়টা বুঝা যায়। বইয়ের শেষের দিকে এসে কেবল এই আলোচনা। বাকি পুরোটা বই মূলত একটা গেরস্থালী সংসার কেন্দ্র করে এগিয়েছে। অন্য আর সব সাধারণ পরিবারের মতো। তবে এই চেনা পরিবারেও অনেক কিছু থাকে যা আমরা দেখি, কিন্তু আমাদের ভাবনায় আসে না। সেইসব বিষয়গুলো মূর্ত হয়ে উঠেছে বইটিতে। ..

  • Brand: Ittadi Grantho Prokash
  • Product Code: Ittadi
  • Availability: In Stock
  • ISBN: 9847028901787
  • Total Pages: 208
  • Edition: 7th
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2021
  • Publication Date: 2021-09-16

ইচ্ছে করেই সময় নিয়েছি বইটি পড়তে। পড়লেই তো শেষ হয়ে যাবে। ফুরিয়ে যাবে হৃদয় শীতল করা অপার্থিব অনুভূতি। তবু আজ শেষ হয়ে গেল। শেষ করতে হলো। এখন মনে হচ্ছে, আরও আগে কেনো শেষ করলাম না! তাহলে তো এই স্বর্গীয় সুখটা আমি আরও আগেই অনুভব করতাম!
খুব কাছের মানুষ, যাকে আমরা আমাদের এক অখণ্ড হৃদয়ও বলি। ধরুন, এমন একটি মানুষ হারিয়ে গেলো। তাকে আর ফিরে পাবার সামান্য আশাও বাকি নেই। কিংবা একজন মায়ের নাড়িছেঁড়া সবার ছোট সন্তানটা একদিন হুট করে কাউকে কিছু না বলে নিখোঁজ হয়ে গেলো। সেই থেকে মায়ের নাওয়া নেই, খাওয়া নেই। নির্ঘুম রাত জেগে জেগে চোখ হয়ে গেছে কটকটে লাল। তাকাতেও ভয় করে এমন চোখের দিকে। অনেক অনেক বছর পর যদি এই মা তার হারানো মানিক ফিরে পায়, কিংবা আপনার প্রিয় মানুষটা আপনার কাছে ফিরে আসে, তখন আপনার অনুভুতিটা কেমন হবে? এই মায়ের হাহাকার করা হৃদয়ের তখনকার প্রশান্তি কোনো খ্যাতনামা সাহিত্যিক কি প্রকাশ করতে পারবে? শব্দরা কি দায়িত্ব নিতে পারবে এই অফুরন্ত বেহেস্তী সুখানুভূতির বর্ণনা দিতে?
আগুন পাখি পড়ে আমার অনুভূতি ঠিক এমনই। এই অনুভূতির বিবরণ আমি দিতে পারব না। এই ভালো লাগা অনুভব করা যায়, প্রকাশ করা যায় না।
আগুনপাখি আমাকে অনেক কিছু ভাবিয়েছে। সবচেয়ে বেশি ভাবিয়েছে শেষের কথাগুলো। আগুন পাখির ভাষাতেই কথাগুলো তুলে ধরছি, “সত্যি বলছি বাবা, আমি কেনে তোমাদের সাথে দেশান্তরী হব এই কথাটি আমাকে কেউ বুঝুইতে পারে নাই। পেথম কথা হচে, তোমাদের যি আলেদা একটো দ্যাশ হয়েছে তা আমি মানতে পারি না। একই দ্যাশ, একইরকম মানুষ, একইরকম কথা, শুদু ধম্ম আলেদা সেই লেগে একটি দ্যাশ হয়ে গেল, ই কি কুনোদিন হয়? এক লাগোয়া মাটি, ইদিকে একটি আমগাছ একটি তালগাছ, তারা দুটো আলেদা দ্যাশের হয়ে গেল? কই, ঐখানটোয় তো আকাশ দুইরকম লয়। শুদু ধম্মোর কথা বোলো না বাবা, তাইলে পিথিমির কুনো দ্যাশেই মানুশ বাস করতে পারবে না।
আমি কি ঠিক করলম? আমি কি ঠিক বোঝলম? সোয়ামির কথা শোনলাম না, ছেলের কথা শোনলাম না, মেয়ের কথা শোনলাম না। ই সবই কি বিত্তি-বাইরে হয়ে গেল না? মানুষ কিছুর লেগে কিছু ছাড়ে, কিছু একটা পাবার লেগে কিছু একটা ছেড়ে দেয়। আমি কিসের লেগে কী ছাড়লম? অনেক ভাবলম। শ্যাষে একটি কথা মনে হলো, আমি আমাকে পাবার লেগেই এতকিছু ছেড়েছি। আমি জেদ করি নাই, কারুর কথার অবাধ্য হই নাই। আমি সবকিছু শুদু নিজে বুঝে নিতে চেয়েছি। আমাকে কেউ বোঝাইতে পারলে না ক্যানে আলেদা একটো দ্যাশ হয়েছে গোঁজামিল দিয়ে যিখানে শুদু মোসলমানরা থাকবে কিন্তুক হিদু কেরেস্তানও আবার থাকতে পারবে। তাইলে আলেদা কিসের? আমাকে কেউ বোঝাইতে পারলে না যি সেই দ্যাশটো আমি মোসলমান বলেই আমার দ্যাশ আর দ্যাশটি আমার লয়। আমাকে আরও বোঝাইতে পারলে না যি ছেলেমেয়ে আর জায়গা গেয়েছে বলে আমাকেও সিখানে যেতে হবে। আমার সোয়ামি গেলে আমি আর কি করব? আমি আর আমার সোয়ামি তো আক্টি মানুষ লয়। আলেদা মানুষ। খুবই আপন মানুষ্, জানের মানুষ, কিন্তুক আলেদা মানুষ”।
নিজ দেশ, নিজ ভিটের প্রতি একটা মানুষের কতটা মায়া হলে স্বামী, ছেলেমেয়ে, নায়নাতি সব্বাইকে ছেড়ে একলা একা মা মাটি আঁকড়ে ধরে পড়ে থাকতে পারে আগুন পাখি পড়লে বিষয়টা বুঝা যায়।
বইয়ের শেষের দিকে এসে কেবল এই আলোচনা। বাকি পুরোটা বই মূলত একটা গেরস্থালী সংসার কেন্দ্র করে এগিয়েছে। অন্য আর সব সাধারণ পরিবারের মতো। তবে এই চেনা পরিবারেও অনেক কিছু থাকে যা আমরা দেখি, কিন্তু আমাদের ভাবনায় আসে না। সেইসব বিষয়গুলো মূর্ত হয়ে উঠেছে বইটিতে।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good